জুনিয়র অফিসার(শাখা হিসাবরক্ষক)
Ghashful
পদের নাম ,শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাদি:
জুনিয়র অফিসার
(শাখা হিসাবরক্ষক)
বানিজ্যে স্নাতক।
কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স সর্বোচ্চ ৪০ বৎসর।
নিয়োগ প্রাপ্তদের ৮,০০০/- টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামাসহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক।
শিক্ষানবীশকাল ছয় (৬) মাস।
বেতন সর্বসাকুল্যে ১৭,৬০০/-+ দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা ৫০/- ও মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা।
স্থায়ীকরণের পর বেতন ২২,০০০/-+ দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা ৫০/- মাসিক মোবাইল বিল ২০০/-ও মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা। এছাড়াও মূল বেতনের সমপরিমাণ বছরে ০২টি উৎসব বোনাস, মূলবেতনের ২০% বৈশাখী ভাতাসহ সংস্থার মানবসম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুয়িটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি।
Job Features
Job Category | Junior Officer |
Expired Date | 10 January 2025 |