ঘাসফুলের প্রতিষ্ঠাতা মরহুম শামসুন্নাহার রহমান পরান ছিলেন বাংলাদেশের উন্নয়ন খাতে একজন আইকন, ট্রেলব্লেজার নারী। তিনি “পরাণ আপা” নামে পরিচিত ছিলেন। সদ্য স্বাধীন দেশে, তিনি চট্টগ্রামের শহুরে বস্তি এলাকায় অনানুষ্ঠানিক সামাজিক কাজ শুরু করেন, ত্রাণ কাজ, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা এবং যুদ্ধের বীরাঙ্গনাদের (নারী মুক্তিযোদ্ধা) পুনর্বাসনের মাধ্যমে তাদের যন্ত্রণামুক্ত জীবন দিতে। মর্যাদা
পরান রহমান ছিলেন একজন আবেগী সামাজিক পরিবর্তন নির্মাতা। তিনি অস্পৃশ্য, প্রান্তিক সম্প্রদায়ের সাথে কাজ করার জন্য পথ-ব্রেকিং ভূমিকায় অবদান রেখেছিলেন। 2009 সালে, তিনি লায়ন্স ক্লাব অফ চিটাগাং পারিজাত এলিট, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট 315-বি4, বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং মানবিক কাজের জন্য লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মেলভিন জোন্স ফেলো ছিলেন। আমাদের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান, আমাদের প্রিয় পরাণ আপা আমাদের হৃদয়ে গেঁথে থাকা মূল্যবোধকে আমরা ধরে রাখি। আমরা, “ঘাশফুল পরিবার” তার উত্তরাধিকারের যোগ্য হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।